ইনস্টলেশন

ইনস্টলেশন

রুবি ব্যাবহার করার আগে রুবি আপনার মেশিনে ইন্সটল করতে হবে । এর জন্য নিচের পদক্ষেপ গুল অনুসরণ করুন ।

উইন্ডোজ এ যেভাবে ইন্সটল করবেন

আপনি যদি উইন্ডোজ ব্যাবহারকারি হন তাহলে

১) রুবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুবি এক্সিকিউটেবল ফাইলটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন ।

২) রুবি সঠিক ভাবে ইন্সটল হয়েছে কিনা তা দেখার জন্য উইন্ডোজ কমান্ড প্রমট ( windows command prompt ) বা CMD ওপেন করুন এবং টাইপ করুন

ruby -v

আউটপুট অনেকটা এমন আসবে

ruby 1.6.7

লিনাক্স এ যেভাবে ইন্সটল করবেন

আপনি যদি ডেবিয়ান এর ডিস্ট্র গুল যেমন উবুন্টু , লিনাক্স মিন্ট , ইলামেন্টারি ওএস ইত্যাদি ব্যাবহার করে থাকেন তবে টার্মিনালে লিখুন

sudo apt-get install ruby-full

আপনি যদি CentOS, Fedora, অথবা RHEL ব্যাবহার করে থাকেন তবে টার্মিনালে লিখুন

sudo yum install ruby

ইন্সটল করার পর নিশ্চিত হওয়ার জন্য টার্মিনালে লিখুন

ruby -v

তাহলে আপনার ইন্সটল করা রুবির ভার্সন দেখতে পারবেন ।

Last updated